২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৭০০

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৭:৩৩

ছবি : সংগৃহীত
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যুসহ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০০ জন। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হল ২২০ জনের। এছাড়া এতে ক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ১০৪ জনে।
বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৪১৪ জন, বরিশাল বিভাগের ১০৫ জন, চট্টগ্রাম বিভাগের ৬১ জন, ময়মনসিংহ বিভাগের ৩৩ জন, খুলনা বিভাগের ৪৫ জন, রাজশাহী বিভাগের ৩১ জন, রংপুর বিভাগের ৬ জন ও রংপুর ৫ জন রোগী রয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২২০ জনের।যাদের মধ্যে পুরুষ ১১৩ জন এবং নারী ১০৭ জন।
এসআইবি/এএ