Logo

স্বাস্থ্য

ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৫২

ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশে স্তন ক্যান্সারসহ বিভিন্ন ক্যান্সারের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ক্যান্সার প্রতিরোধের জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন করা থেকে শুরু করে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো অপরিহার্য।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নূরজাহান বেগম বলেন, ‘আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে, যাতে দেশে ৬৪ জেলায় ক্যান্সার সচেতনতার কার্যক্রম পৌঁছে দেওয়া যায়। বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার সুব্যবস্থা করেছে। আমাদের লক্ষ্য, দেশের সব রোগী প্রয়োজনীয় চিকিৎসা সহজে পাবে।’

তিনি আরও বলেন, ‘ক্যান্সার চিকিৎসার জন্য লিনাক মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ইতোমধ্যে ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরও ছয়টি লিনাক মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। আশা করি, আগামী কয়েক মাসের মধ্যে মেশিনগুলো দেশে পৌঁছাবে এবং চিকিৎসা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।’

উপদেষ্টা ক্যান্সার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ফল, সবজি এবং কম চর্বিযুক্ত খাবার গ্রহণ করলে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। আমাদের সবাইকে খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সচেতন থাকতে হবে।’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ‘স্তন ক্যান্সার ধরা পড়লে শতভাগ নিরাময় সম্ভব। এজন্য লজ্জা বা ভয়ের কারণে চিকিৎসা এড়ানোর কোনো কারণ নেই। ৩০ বছরের কম বয়সের মধ্যেও স্তন ক্যান্সার হতে পারে। তাই উপসর্গ দেখা মাত্রই ডাক্তার বা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা উচিত।’

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বাস্থ্য উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর