২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৮৫৭

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৮:১৪

গ্রাফিক্স : বাংলাদেশের খবর
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৩৩ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন রোগী। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪১৬ জনে।
সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৪১৯ জন, বরিশাল বিভাগের ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগের ৮৭ জন, ময়মনসিংহ বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৬০ জন, রাজশাহী বিভাগের ৭৬ জন, রংপুর বিভাগের ৭ জন এবং সিলেট বিভাগের ৬ জন রয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পুরুষ ১২৪ জন এবং নারী ১০৯ জন।
এসআইবি/এমএইচএস