ফেনীতে একদিনে ২৪ ডেঙ্গু রোগী শনাক্ত, দাগনভূঞায় সর্বাধিক রোগী

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২০:৪৮
-68ed11313e8e8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চলতি বছরে ফেনী জেলায় ডেঙ্গু রোগে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১২ জনে। সোমবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দাগনভূঞা উপজেলায়।
নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় দুইজন, দাগনভূঞায় ২১ জন এবং ছাগলনাইয়ায় একজন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সদর উপজেলার ৮ জন ও দাগনভূঞার ১১ জন।
চলতি মাসে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছেন ১১১ জন। এর আগে, সেপ্টেম্বর মাসে শনাক্ত হয়েছিল ১২১ জন, আগস্টে ৪৯ জন এবং জুলাইয়ে ২০ জন। সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে দাগনভূঞা উপজেলায়, যেখানে মোট শনাক্তের সংখ্যা ১৩৯ জন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফেনী জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ২০১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, উপজেলা ভিত্তিক ডেঙ্গু শনাক্তের সংখ্যা হলো : দাগনভূঞা ১৩৯ জন, ফেনী সদর ১২৪ জন, ছাগলনাইয়া ২২ জন, সোনাগাজী ১৫ জন, পরশুরাম ১১ জন ও ফুলগাজী একজন। শনাক্তদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ‘একদিনে ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১১ জন। দাগনভূঞায় আক্রান্তের সংখ্যা বেশি হওয়ার কারণ হচ্ছে এই এলাকায় এডিস মশার প্রজনন বেশি হওয়া। জমে থাকা পানি মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করছে। তাই জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নজরদারিতে গুরুত্ব দিতে হবে।’
এমরান পাটোয়ারী/এআরএস