Logo

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ৯৫০

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৯:৩৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ৯৫০

ছবি : সংগৃহীত

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হল ২৪৫ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫০ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৮৪৯ জনে।

রোববার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৪১৫ জন,বরিশাল বিভাগের ১৯১ জন,চট্টগ্রাম বিভাগের ১১৮ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬ জন, খুলনা বিভাগের ৬৭ জন,রাজশাহী বিভাগের ৮৩ জন, রংপুর বিভাগের ২০ জন রোগী রয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৪৫ জনের। যাদের মধ্যে পুরুষ ১৩০ জন এবং নারী ১১৫ জন।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর