ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৬৪
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৮:২৭
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ২৭৫ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৪২৮ জনে।
বুধবার(২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ৫৭৪ জন, বরিশাল বিভাগের ১১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৮৮ জন, ময়মনসিংহ বিভাগের ৫১ জন, খুলনা বিভাগের ৫০ জন, রাজশাহী বিভাগের ৬৬ জন, রংপুর বিভাগের ১৬ জন ও সিলেট বিভাগের ৫ জন।
চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ২৭৫ জনের মধ্যে পুরুষ ১৪৬ জন এবং নারী ১২৯ জন।
এসআইবি/এইচকে

