ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৮
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৭:৩০
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৮ জনে।
একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এখন ৬৯ হাজার ৩৫৬ জন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৫৩৯ জন, বরিশাল বিভাগের ১২০ জন, চট্টগ্রাম বিভাগের ৮৮ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬ জন, খুলনা বিভাগের ৪৬ জন, রাজশাহী বিভাগের ৬৩ জন, রংপুর বিভাগের ১৩ জন এবং সিলেট বিভাগের ৩ জন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত ২৭৮ জনের মধ্যে পুরুষ ১৪৮ জন এবং নারী ১৩০ জন।
এসআইবি/এমবি

