প্রতীকী ছবি
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৮ জনে। এদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৪৭ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২,৮২২ জনে।
সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৬৯৫ জন, বরিশাল বিভাগের ১৩২ জন, চট্টগ্রাম বিভাগের ৯৮ জন, ময়মনসিংহ বিভাগের ৬৫ জন, খুলনা বিভাগের ৬৯ জন, রাজশাহী বিভাগের ৭০ জন, রংপুর বিভাগের ১৯ জন এবং সিলেট বিভাগের ৯ জন রোগী রয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৮৮ জনের। এদের মধ্যে পুরুষ ১৫৩ জন এবং নারী ১৩৫ জন।
এসআইবি/এমএইচএস

