১০০ টাকায় বছরজুড়ে স্বাস্থ্যসেবা পাবে শিক্ষার্থীরা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ২০:৪৪
ছবি : সংগৃহীত
সারা বছর মাত্র ১০০ টাকায় দেশের রেজিস্টার্ড শিক্ষার্থীসহ তার পরিবারের সদস্যরা টেলিমেডিসিন সেবা নিতে পারবেন। সব শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দারুণ এই সুযোগ করে দিয়েছে শিক্ষাসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান কাগজবাড়ি এবং টেলিমেডিসিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মেডিকো বায়ো। শিক্ষা ও স্বাস্থ্যখাতে অবদান রাখতে গতকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে মেডিকো বায়োর করপোরেট অফিসে এ সমঝোতা স্মারক সই হয়। এ উদ্যোগ দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাতে একটি মাইলফলক।
এই চুক্তির মাধ্যমে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্বল্পমূল্যে আইডি কার্ড প্রদান করবে কাগজবাড়ি। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান কাগজবাড়ির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আইডি কার্ড সেবা নেবে, তারা মেডিকো বায়োর মাধ্যমে সারা বছর মাত্র ১০০ টাকায় টেলিমেডিসিন সেবা নিতে পারবে। রেজিস্টার্ড শিক্ষার্থীসহ পরিবারের সদস্যরাও পাবেন চিকিৎসা।

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বাৎসরিক চারটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। এ সেবার আওতায় মেডিকো বায়োর অ্যাপসের মাধ্যমে একজন শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা প্রতিদিন যেকোনো সময় (২৪ ঘণ্টা) অডিও এবং ভিডিওকলের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
এছাড়া ডিজিটাল প্রেসক্রিপশন সেবা, অ্যাম্বুলেন্স সার্ভিস, হাসপাতাল ও ডায়াগনস্টিক ফার্মেসিতে বিশেষ ছাড়, ওষুধ হোম ডেলিভারি, ল্যাব রিপোর্ট আপলোড সুবিধা ও মেডিসিন রিমাইন্ডার সুবিধা মিলবে। সেবাগুলো শুধুমাত্র কাগজবাড়ির সঙ্গে চুক্তিবদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ নিতে পারবে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে কাগজবাড়ির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রেজোয়ান কবীর, পরিচালক জাহিদ আনোয়ার ও মো. শাহ আলম, এক্সিকিউটিভ অফিসার শাখিরুজ্জামান এবং লেখক ও সাংবাদিক হাসসান আতিক। মেডিকো বায়োর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক মো. মেশকাতুর রহমান বাঁধন, সিওও (পরিচালক) মো. নাজমুল আলম নোমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাগজবাড়ি ইতোমধ্যেই ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড শিক্ষা সামগ্রী ডোনেশন ক্যাম্পেইন-২০২৫’ ঘোষণা করেছে। এই বিশ্ব রেকর্ড অর্জনে ১২ ঘণ্টায় দেশব্যাপী ১৫০০ স্কুলে প্রায় সাড়ে ৪ লাখ ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে এক মাসের শিক্ষাসামগ্রী বিতরণ করবে প্রতিষ্ঠানটি। এতে ২০২২ সালের যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথভাবে গড়া বিশ্বরেকর্ডটি ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে যাবে বাংলাদেশ। সৃষ্টি হবে নতুন ইতিহাস।
- এমআই

