Logo

স্বাস্থ্য

সরকারি মেডিকেলে কমল ২৮০ আসন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২০:০৫

সরকারি মেডিকেলে কমল ২৮০ আসন

প্রতীকী ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৩৫৫টি আসন কমানো হয়েছে, অন্যদিকে তিনটি কলেজে বাড়ানো হয়েছে ৭৫টি আসন। ফলে চূড়ান্তভাবে আসন কমেছে ২৮০টি।

সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের (চিকিৎসা শিক্ষা-১) সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুনর্বিন্যাসের পর সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১০০।

পুনর্বিন্যাসে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, ঢাকার স্যার সলিমুল্লাহ ও রংপুর মেডিকেল কলেজ থেকে ২৫টি করে আসন কমানো হয়েছে। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আসন সংখ্যা ২৩০ থেকে কমিয়ে ২২৫ নির্ধারণ করা হয়েছে। হবিগঞ্জ মেডিকেল কলেজে আসন কমিয়ে ৫০ করা হয়েছে। একইভাবে নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল কলেজেও ২৫টি করে কমিয়ে ৫০টি আসন নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে তিনটি কলেজে আসন বৃদ্ধি করা হয়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ এবং টাঙ্গাইল মেডিকেল কলেজে ২৫টি করে বাড়িয়ে ১২৫টি আসন এবং পটুয়াখালী মেডিকেল কলেজে ২৫টি বাড়িয়ে ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।

এছাড়া কুমিল্লা, খুলনা, বগুড়া শহীদ জিয়াউর রহমান, ফরিদপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে ২০০টি করে আসন অপরিবর্তিত রয়েছে। পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর ও মুগদা মেডিকেল কলেজে ১০০টি করে, গোপালগঞ্জ ও মানিকগঞ্জ মেডিকেল কলেজে ১২৫টি করে এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৭৫টি আসন নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কলেজগুলোর সক্ষমতা, শিক্ষক সংখ্যা ও অবকাঠামো বিবেচনা করে এই পুনর্বিন্যাস করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন এবং মেডিকেল শিক্ষার্থীদের জন্য একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর