Logo

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৩৯

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:২১

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৩৯

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় এক হাজার ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রোববার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩০০ জন ঢাকা সিটি করপোরেশনের এবং বাকিরা ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৪,৯৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮১,৪৪২ জন ছাড়পত্র পেয়েছেন, আর মারা গেছেন ৩৩৬ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর