Logo

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৭:০৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৫৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯২ হাজার ৭৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি অক্টোবর মাসে ৮০ জন মৃত্যু হয়েছিল। তবে নভেম্বরে এ সংখ্যা ছাড়িয়ে এ পর্যন্ত ৯৯ জন মারা গেছেন।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ছিল মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর