Logo

স্বাস্থ্য

আজগর আলী হাসপাতাল পেল বোন মেরো ট্রান্সপ্লান্টের অনুমতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৪০

আজগর আলী হাসপাতাল পেল বোন মেরো ট্রান্সপ্লান্টের অনুমতি

ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতাল প্রথমবারের মতো বাংলাদেশে বেসরকারি হাসপাতালের মধ্যে বোন মেরো ট্রান্সপ্লান্ট (Bone Marrow Transplant) করার অনুমতি পেয়েছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ অনুমতিপত্র প্রদান করেন। হাসপাতালের পক্ষে অনুমতিপত্র গ্রহণ করেন সিইও ও পরিচালক প্রফেসর ডাঃ জাবরুল এসএম হক।

অনুমতিপত্র প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ডাঃ মো: সায়েদুর রহমান এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানায়, ১ ডিসেম্বর ২০২৫ থেকে এক বছরের জন্য এ অনুমতিপত্র কার্যকর হবে। নিয়ম অনুসারে প্রতি বছর অনুমতিপত্র নবায়ন করতে হবে।

আজগর আলী হাসপাতাল এর এই অর্জন বাংলাদেশের স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

এসআইবি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বাস্থ্য উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর