ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত ভাড়া মনিটরিংয়ে কুবির বিভিন্ন সংগঠন

কুবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ২২:১৬
-680bb56737546.jpg)
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত নির্বিঘ্ন করতে মনিটরিং কার্যক্রম চালিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ভর্তি পরীক্ষা শুরুর আগে এবং শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় এলাকায় অটো ও সিএনজি চালকদের ভাড়া আদায়ের বিষয়টি পর্যবেক্ষণ করে ছাত্রদল, ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ একাধিক সংগঠনের সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, কোটবাড়ি বিশ্বরোড, কোটবাড়ি মোড়, আনসার ক্যাম্প, দৌলতপুর, টমচম ব্রিজ ও কান্দিরপাড়ের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব সংগঠনের সদস্যরা চালকদের সঙ্গে কথা বলে ভাড়া যাচাই করছেন এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা করছেন।
মনিটরিং কার্যক্রমে অংশ নেওয়া শোয়েব হোসাইন আলামিন বলেন, ‘ভাড়া নিয়ে আগের পরীক্ষাগুলোর সময় অনেক অভিযোগ পেয়েছি। সেই অভিজ্ঞতা থেকে আমরা এবার আগে থেকেই প্রস্তুতি নিই। কয়েকটি টিম করে শহরের বিভিন্ন পয়েন্টে আমরা মনিটরিং করেছি, যাতে কেউ অতিরিক্ত ভাড়া না নিতে পারে।’
কুবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হান্নান রহিম বলেন, ‘বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বয় করে আমরা আজকের কার্যক্রম চালিয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল পরীক্ষার্থীদের ভাড়া হয়রানি থেকে সুরক্ষা দেওয়া। অভিভাবক ও শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে ক্যাম্পাসে আসতে ও যেতে পারে, সেটাই ছিল আমাদের চেষ্টা।’
সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যেন ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকরা হয়রানিমুক্তভাবে যাতায়াত করতে পারেন।
এমএইচএস