Logo

আন্তর্জাতিক

দিল্লিতে প্রবল ঝড়-বৃষ্টি : নিহত ৪, ১২০ ফ্লাইট বিলম্বিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫, ১১:৩৫

দিল্লিতে প্রবল ঝড়-বৃষ্টি :  নিহত ৪, ১২০ ফ্লাইট বিলম্বিত

ছবি : এনডি টিভি

ভারতের রাজধানী দিল্লিসহ আশপাশের এলাকাগুলোতে প্রবল ধুলোঝড় এবং ভারী বৃষ্টিপাতে প্রাণ হারিয়েছেন এক নারী ও তার তিন সন্তান। একইসঙ্গে ব্যাহত হয়েছে বিমান ও রেল চলাচল। ঝড়-বৃষ্টিতে ১২০টির বেশি ফ্লাইট দেরিতে ছাড়ে এবং বেশ কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয় অন্য শহরে।

এনডি টিভি জানায়, বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় হঠাৎ ঘন মেঘে ঢেকে যায় দিল্লির আকাশ। রাতের দিকেই শুরু হয় তীব্র ঝড় ও বজ্রসহ বৃষ্টি। 

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, এদিন দিল্লি শহরের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যায়। এসময় শহরের দ্বারকা এলাকার একটি ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মাসহ ৩ সন্তান নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা ঘরের ভেতর ঘুমিয়েছিলেন।

এদিকে, প্রবল বৃষ্টির কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২০টির বেশি ফ্লাইট দেরিতে ছাড়ে। অন্যদিকে, ব্যাঙ্গালুরু ও পুনে থেকে দিল্লিগামী ৩টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয় জয়পুর ও আহমেদাবাদে। এ ছাড়া রেল চলাচলও ব্যাহত হয়। দিল্লি বিভাগের ১৫ থেকে ২০টি ট্রেন গন্তব্যে পৌঁছাতে দেরি হয়।

উল্লেখ্য, গেল কয়েকদিন ধরে তীব্র গরমে পুড়ছিলেন দিল্লির বাসিন্দারা। তাই বৃহস্পতিবারের ঝড়-বৃষ্টিতে স্বস্তির বৃষ্টি বলছেন তারা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। ঝড়ের পর তা নেমে আসে ১৯.৮ ডিগ্রিতে।

আইএমডির তথ্য অনুযায়ী, মে মাসজুড়ে উত্তর ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। ফলে চলতি গ্রীষ্মে বড় ধরনের তাপদাহের শঙ্কা কম।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর