Logo

আবহাওয়া

দেশে শীতের আমেজ, রাজধানীতে তাপমাত্রা নেমেছে ১৯ ডিগ্রিতে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১০:১২

দেশে শীতের আমেজ, রাজধানীতে তাপমাত্রা নেমেছে ১৯ ডিগ্রিতে

ছবি : বাংলাদেশের খবর

দেশে শীতের আমেজ বইতে শুরু করেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে দেশের বিভিন্ন অঞ্চলে ঠান্ডা অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

রাজধানী ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টি হয়নি।

সূর্যের অবস্থান সম্পর্কিত তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৮ মিনিটে।

দেশজুড়ে শীতের এই হালকা ঢেউ আগামী কয়েকদিনে আরও স্পষ্ট হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর