Logo

আবহাওয়া

সারাদেশে বাড়তে পারে রাতের তাপমাত্রা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩

সারাদেশে বাড়তে পারে রাতের তাপমাত্রা

সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আগামী কয়েক দিনের এই আবহাওয়ার বার্তা জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুলেটিনে আরও জানানো হয়, শনিবার (৩১ জানুয়ারি) এবং এর পরবর্তী ২৪ ঘণ্টায়ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। কুয়াশার পরিস্থিতি আগের মতোই অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শীতের বিদায়লগ্নে তাপমাত্রার এই সামান্য ওঠানামা এবং ভোরের কুয়াশা সাধারণ জনজীবনে খুব একটা প্রভাব না ফেললেও, নদী অববাহিকায় যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া আগামীকালের আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর