Logo

ক্যাম্পাস

বিইউপিতে হতে যাচ্ছে ডেভথন ৬.০

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ২০:৪৫

বিইউপিতে হতে যাচ্ছে ডেভথন ৬.০

পূর্ববর্তী ডেভথনের ছবি : আয়োজকদের সৌজন্যে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ডেভেলপমেন্ট লিডার্স’ ক্লাব, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ-এর আয়োজনে অনুষ্ঠিত হতেযাচ্ছে ডেভথন ৬.০। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সবার অন্তর্ভুক্তি, সবার অগ্রগতি’, যা তরুণদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে উদ্ভাবনী চিন্তা ও কার্যকর সমাধান তৈরিতে অনুপ্রাণিত করার লক্ষ্যকে প্রতিফলিত করে।

আগামী ১৭–১৮ নভেম্বর বিইউপিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে। 

ডেভথন ৬.০-এর প্রধান আকর্ষণ হলো ‘ডেভেলপমেন্ট কেস কম্পিটিশন’, যেখানে শিক্ষার্থীরা বাস্তব জীবনের উন্নয়নমূলক সমস্যা বিশ্লেষণ করে সম্ভাব্য সমাধান উপস্থাপন করবেন। গত বছরগুলোতে ডেভথনে কুইজ প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, শর্ট ফিল্ম ও শর্ট ডকুমেন্টারি প্রতিযোগিতা এবং একটি আন্তর্জাতিক সম্মেলন অন্তর্ভুক্ত ছিল। এ বছর প্রথমবারের মতো যুক্ত হয়েছে দুটি নতুন সেগমেন্ট— ‘ডেভটুন (কমিক/কার্টুন প্রতিযোগিতা)’ এবং ‘ডেভশট (ফটো স্টোরি প্রতিযোগিতা)’, যা অংশগ্রহণকারীদের উন্নয়ন ভাবনাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপনের সুযোগ দেবে।

বিইউপি ডেভেলপমেন্ট লিডার্স’ ক্লাবের সভাপতি তাজকেরা অনু রিয়া বলেন, ‘ডেভথন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; এটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের বৃহত্তম প্ল্যাটফর্ম যা সামাজিক বিষয়গুলোকে তরুণদের উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সামনে নিয়ে আসে। শিক্ষার্থীরা এখানে তাদের সৃজনশীলতা, বিশ্লেষণ ক্ষমতা ও দলগত কাজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। আমরা চাই তরুণরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হোক।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত থাকলেও, গণমাধ্যম ও উন্নয়ন সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিবেদন ও পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ডেভথন ৬.০ বাস্তবায়িত হচ্ছে এক্সেলেন্স বাংলাদেশ (নলেজ পার্টনার), ব্র্যাক আড়ং (এক্সপো পার্টনার), স্পেক্ট্রা (ডেভেলপমেন্ট পার্টনার), সিএসডি  (সেগমেন্ট স্পনসর), দ্য ডেইলি সান (প্রিন্ট মিডিয়া পার্টনার), ওরেন্ডা অ্যান্ড বিনস (ফুড পার্টনার) এবং প্রাণ (স্ন্যাকস পার্টনার) এর সহায়তায়। এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের খবর। 

ডেভথন ৬.০ তরুণদের উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক চিন্তার মেলবন্ধনে তাদের ধারণা সমাজে বাস্তব পরিবর্তনে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিচ্ছে।

এমবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর