জকসু নির্বাচন : মনোনয়ন জমা ২৪৯, পূর্ণাঙ্গ প্যানেল ৪
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ২১:৫৯
ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মোট ২৪৯টি মনোনয়ন গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে চারটি পূর্ণাঙ্গ এবং একটি আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ও মঙ্গলবার (১৮ নভেম্বর) দুই দিন ধরে ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় ধারাবাহিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেলগুলো প্রকাশ করা হয়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান মনোনয়ন জমার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় ও হল সংসদের মনোনয়ন নেওয়া ৩১২ জনের মধ্যে ২৪৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬৭ জনের ২১১ জন এবং হল সংসদে ৪৫ জনের ৩৮ জন প্রার্থী জমা দিয়েছেন।
এদিকে ঘোষিত প্যানেলগুলো হলো- ছাত্রদলের "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান", ছাত্রশিবিরের "অদম্য জবিয়ান ঐক্য", নয় সংগঠনের সমন্বয়ে "মওলানা ভাসানী ব্রিগেড", জাতীয় ছাত্রশক্তির "ঐক্যবদ্ধ জবিয়ান", এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের "তরুণ শিক্ষার্থী ঐক্য"।
প্যানেল গুলো বিশ্লেষণে দেখ যায়, ছাত্রদল সমর্থিত প্যানেলে ২, শিবিরের ৪, প্রগতিশীল ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে ৭ এবং ছাত্রশক্তিতে ২ জন নারী প্রার্থী রয়েছেন।
ছাত্রদলের ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল
ছাত্রদলের ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ পূর্ণাঙ্গ প্যানেল গত সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্যানেলের সহ সভাপতি মো. রাকিব (এ কে এম রাকিব), সাধারণ সম্পাদক খাদিজাতুল কুবরা, সহ সাধারণ সম্পাদক বি এম আতিকুর রহমান তানজিল।
বিভিন্ন সম্পাদকীয় পদে– মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. মাসফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অপু মুন্সি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব।
এছাড়া অন্যান্য সদস্যরা হলেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান, তৌহিদুল ইসলাম তামিম, মো. আরিফুল ইসলাম আরিফ। পরবর্তীতে আজিজুল হাকিম আকাশকে দেওয়া হয়।
এদিকে গতকাল এই প্যানেল ঘোষণা করা হলে ছাত্রদলের একাংশ বিদ্রোহ করে। এদের মধ্যে ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের সমন্বয়ে গঠন করা হয় ‘জাগ্রত জবিয়ান’ প্যানেল।
তবে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই প্যানেলের সকলেই নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। এসময় ভিপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, আমরা সংগঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করছি। একইসাথে 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।
ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল
ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।
এতে ভিপি পদে শাখা ছাত্রশিবিরের সভাপতি আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম এবং জিএস পদে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল আলিম আরিফ।
এছাড়া ২১ সদস্যের এ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের মাসুদ রানা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখীমন , স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আবির মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশিন জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক জরজিস আলম, পরিবহন সম্পাদক পদে তাওহিদুল ইসলাম, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে সোহাগ আহমেদ মনোনীত হয়েছেন।
এছাড়াও ৭টি নির্বাহী সদস্য পদে লড়বেন শান্তা আক্তার, সালেহ মহসিন সিয়াম, ফাতেমা আক্তার অওরিন, আকিব হাসান, কাজী আরিফ, মোহাম্মদ মেহেদী হাসান, আব্দুল্লাহ আল ফারুক।
৯ সংগঠনের সমন্বয়ে 'মওলানা ভাসানী ব্রিগেড' প্যানেল
জকসুতে ৯টি প্রগতিশীল ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের জোট 'মওলানা ভাসানী ব্রিগেড' পূর্ণাঙ্গ প্যানেল গত সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হয়।
এতে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন সংগীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের গৌরব ভৌমিক, জিএস হিসেবে লড়বেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইভান তাহসিব, এজিএস পদে আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শামসুল আলম মারুফ।
এছাড়া এ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে খিজির আল সিফাত,শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে জয় ভুঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রিয়াদ হোসেন আহ্বায়ক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নু মং প্রূ মারমা, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আফিকা লেবিন মৌমি, আন্তর্জাতিক সম্পাদক পদে জোয়ান অফ আর্ক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সালমান সাদ, ক্রীড়া সম্পাদক পদে মুগ্ধ আনন, পরিবহন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহীন, সমাজসেবা বিষয়ক সম্পাদক আমরিন জাহান অপি, পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক মুবাশিরা।
এছাড়াও ৭টি নির্বাহী সদস্য পদের সুমাইয়া আবেদীন ঋতিকা, তাজওয়ার ইসলাম,সাগ্নিকা চক্রবর্তী,রোদ মুক্তাদির,শাহরিয়ার আদিব, রিদি এবং পল্লব।
এই প্যানেলে মোট ৯টি সংগঠন রয়েছে। সংগঠনগুলো হলো- ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট, উদীচী, জবি সাংস্কৃতিক কেন্দ্র, রাষ্ট্রচিন্তা, চিন্তক, ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন ও জবি রঙ্গভূমি-এই ৯টি সংগঠনের নেতা-কর্মীরা এই ব্রিগেডের ব্যানারে নির্বাচন লড়বেন। প্যানেলে ৬৬.৬৬ শতাংশ পুরুষ অর্থাৎ ১৪ জন পুরুষ এবং ৩৩.৩৩ শতাংশ অর্থাৎ ৭ জন নারী প্রার্থী রয়েছেন।
ছাত্রশক্তির "ঐক্যবদ্ধ জবিয়ান" প্যানেল
জাতীয় ছাত্রশক্তির 'ঐক্যবদ্ধ জবিয়ান' প্যানেল মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান।
এই প্যানেলের সহসভাপতি (ভিপি) পদে নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিশোর আনজুম সাম্য এবং জিএস পদে ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষ ও শাখা ছাত্রশক্তির সভাপতি মো. ফয়সাল মুরাদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহিন মিয়া নির্বাচন করবেন।
এছাড়া ২০ সদস্যের এ প্যানেলে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মেহেরুননেসা হিমু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. ইমরান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে তারেক সাদিদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে জিহাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শাহিনুর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. রাতুল হাসান, ক্রীড়া সম্পাদক ফেরদাউস সোহান, পরিবহন সম্পাদক পদে মুশফিক, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ফেরদাউস শেখ, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে আমিনুল মনোনীত হয়েছেন। এছাড়াও ৭টি নির্বাহী সদস্য পদে লড়বেন কামরুল হাসান রিয়াজ, হাসান মাহমুদ সাজ্জাদ, হাসান মাহমুদ সাকিব, অর্ণা, জাবির খান, সজীব মৃধা, পিয়ারুল।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের "তরুণ শিক্ষার্থী ঐক্য" আংশিক প্যানেল
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (২০ ব্যাচ) সর্বকনিষ্ঠ শিক্ষার্থীরা মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে 'তরুণ শিক্ষার্থী ঐক্য' প্যানেল ঘোষণা করেছে।
এই প্যানেলের সহসভাপতি (ভিপি) পদে পরিসংখ্যান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তাওসিন ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) পদে একই শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী খন্দকার সালিল আলম আরাফ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শাহরিয়ার রহমান আবির নির্বাচন করবেন।
১১ সদস্যবিশিষ্ট এ প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. আশিফুল আকাশ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শুভ্রা মন্ডল, ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ সালেহ চৌধুরী, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে আকরামুজ্জামান মনোনীত হয়েছেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে লড়বেন রাকিবুল হাসান, পাভেল আনাম, সাদমান সাফিন, মুশফিকুর রহমান।
এর আগে, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৩ ও ১৭ নভেম্বর পর্যন্ত মোট ২৬৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
২৪–২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে, যা পরদিন (৯ ডিসেম্বর) প্রকাশ করা হবে। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও সেদিনই ভোটগণনা সম্পন্ন হবে। ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
- জেএন/এমআই

