Logo

ক্যাম্পাস

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৪:০৭

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে ওইদিন অনুষ্ঠিতব্য বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, চব্বিশের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ওসমান হাদি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর