রাত পেরিয়ে সকাল হলেও জকসু নির্বাচনের ফল প্রকাশ হয়নি
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:০২
ছবি : বাংলাদেশের খবর
যান্ত্রিক ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা স্থগিত হওয়ার পর ম্যানুয়াল ও মেশিন— উভয় পদ্ধতিতে পুনরায় গণনা শুরু হয়। তবে এখনও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রায় পাঁচ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টা পর্যন্ত মাত্র তিনটি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে বলে জানা গেছে।
এর আগে রাত ১টার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম বলেন, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে— এমন একটি কেন্দ্রের ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হবে। এরপর দুটি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্ট করা ভোট দিয়ে নতুন করে গণনা শুরু করেছি। দুটি মেশিনের মধ্যে যেটির ফল ম্যানুয়াল গণনার সঙ্গে মিলবে, সেই মেশিনের মাধ্যমেই পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনা করা হবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জকসু নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।
জেএন/এমএইচএস

