Logo

ক্যাম্পাস

জকসুর আরও ৩ কেন্দ্রের ফল প্রকাশ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬

জকসুর আরও ৩ কেন্দ্রের ফল প্রকাশ

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের আরও তিনটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্র দুটি হলো— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এবং ফিন্যান্স বিভাগ।

বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে দুটি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। পরে সকাল পোনে ১০টায় ফিন্যান্স বিভাগের ফল ঘোষণা করা হয়। 

ঘোষিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এই দুই কেন্দ্রের সম্মিলিত ফলাফলে ভিপি পদে শিবির-সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ১৩৩ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৫৮ ভোট, আর ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭১ ভোট। এজিএস পদে শিবির-সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১৪৭ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১১০ ভোট।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০৬ ভোট এবং একেএম রাকিব পেয়েছেন ৯৪ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১১২ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১০৫ ভোট, আর তানজিল পেয়েছেন ৮০ ভোট।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে একেএম রাকিব পেয়েছেন ৩৯ ভোট এবং রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫১ ভোট। জিএস পদে খাদিজাতুল কুবরা পেয়েছেন ১৮ ভোট, আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৪৬ ভোট। এজিএস পদে আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩০ ভোট এবং মাসুদ রানা পেয়েছেন ৪২ ভোট।

এদিকে, ফিন্যান্স বিভাগে ভিপি পদে একেএম রাকিব পেয়েছেন ২৩১ ভোট, রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৩৮। জিএস পদে খাদিজাতুল কুবরার প্রাপ্ত ভোট সংখ্যা ১১৩, আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৬৩। এজিএস পদে আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১৭৮ এবং মাসুদ রানার প্রাপ্ত ভোট ১৬৩।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে চারটি বিভাগের কেন্দ্রের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলো হলো— ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোক প্রশাসন এবং ফার্মেসি বিভাগ।

জেএন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর