Logo

রাজধানী

টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৮:০৭

টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড

ছবি : এআই

রাজধানীর টিকাটুলির একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে গোডাউনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন। তিনি বলেন, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ইউনিট পাঠাই। প্রায় দুই ঘণ্টার চেষ্টা শেষে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়েছেন কি না—সে বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, টিকাটুলির ওই এলাকায় বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক পদার্থ মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা।

  • এনএমএম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর