ইতালিতে ভুয়া ভিসা দিয়ে লোক পাঠানোর নামে প্রতারণা, আটক ১

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪২

ছবি : বাংলাদেশের খবর
ভুয়া ভিসা দিয়ে ইতালিতে লোক পাঠানোর নামে কোটি টাকার প্রতারণায় জড়িত একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এই তথ্য জানান।
গ্রেপ্তারকৃত মিলন মিয়া (৪২) ফরিদপুরের সালথা থানার ইসুবদিয়া গ্রামের মৃত কালাম মাতব্বর ও রানী আক্তারের ছেলে।
রাজধানীর পল্টন থানায় দায়ের করা প্রতারণা মামলার এজাহারনামীয় আসামি মিলনকে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা যায়, ইতালিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এ চক্রটি প্রায় শতাধিক মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। চক্রটি অনেক সময় ভুক্তভোগীদের পাসপোর্ট আটকে রেখে হয়রানিও করত। প্রতারণার অর্থ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
গ্রেপ্তার মিলন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ফরিদপুরের এক ভুক্তভোগীর কাছ থেকে ২২ লাখ টাকার চুক্তির মধ্যে ৭ লাখ টাকা অগ্রিম নিয়েছিল। এ বিষয়ে তিনি জানায়, তার বেশ কয়েকজন সহযোগী রয়েছে এবং তারা ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে যেতে আগ্রহী লোকদের টার্গেট করত। চক্রটির নেটওয়ার্ক ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে বলেও জানায় মিলন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ইতালি ও লিবিয়াতে লোক পাঠানোর মূল হোতা হিসেবে জোসনা বেগম এবং মাহবুব নামের ২ জনের নাম উঠে এসেছে।
গ্রেপ্তারকৃত মিলনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং রিমান্ড আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সিআইডি জানিয়েছে, অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও চক্রের অন্যান্য সদস্যদের সনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।
এনএমএম/এএ