রাজধানীর আবাসিক হোটেল থেকে চিরকুটসহ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৪

ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে চিরকুটসহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জহিরুল ইসলাম রাকিব (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ওই এলাকার আয়েশামনি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ২০৬ নম্বর কক্ষ থেকে থেকে উদ্ধার করে পুলিশ।
মৃত রাকিব শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাইদুর রহমান। স্থানীয় একটি কলেজে পড়াশোনা করছিল সে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ধোলাইপাড় রোডের আয়েশামনি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ২০৬ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। হোটেলের বিছানার চাদর দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিস্তারিত তদন্ত চলছে।
হোটেল ম্যানেজার জমির উদ্দিন জহির জানান, ১৪ সেপ্টেম্বর দুপুরে একাই হোটেলে ওঠেন রাকিব এবং দুইদিন থাকার কথা জানান। ১৬ সেপ্টেম্বর দুপুরে চেকআউটের সময় সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় রুম থেকে দুটি চিরকুট উদ্ধার করে পুলিশ। একটিতে লেখা ছিল— ‘আমার লাশ আবার চাচাতো ভাইয়ের কাছে পৌঁছে দিয়েন’ এবং অন্যটিতে— ‘মা, আমার জন্য দোয়া করিও। অভিশাপ দিও না।’
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এনএমএম/এএ