আহত শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ফার্মগেটে সড়ক অবরোধ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩০
রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একদল শিক্ষার্থী। বিক্ষোভের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ এবং এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
তেজগাঁও কলেজে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেট এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শুরু হওয়া বিক্ষোভে তারা সড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, আহত শিক্ষার্থী গত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা প্রথমে কলেজ প্রাঙ্গণে এবং পরে ফার্মগেট এলাকায় বিক্ষোভ করে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
এনএ

