Logo

রাজধানী

ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:১২

ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম এআইইউবি এবং অপু ইউআইইউর তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় ময়লার গাড়িটি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। বন্ধু তাওসিফসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তাওসিফ জানান, একটি বিয়ের গায়েহলুদের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই ডেমরার চিটাগাং রোড এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর