Logo

রাজধানী

বিএনপির এমপি প্রার্থীর শাশুড়ির বাড়ি থেকে ৫১ ভরি স্বর্ণ চুরি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৬

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত এক সংসদ সদস্য প্রার্থীর শাশুড়ির বাড়ি থেকে ৫১ ভরি স্বর্ণ ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় আব্দুল্লাহপুরের আইচি মেডিকেল কলেজ হাসপাতালের পাশের একটি তিনতলা বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। 

চুরির ঘটনায় ঢাকা-১৮ আসন থেকে সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রার্থী এস এম জাহাঙ্গীরের শাশুড়ি হিরামন হিরু বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও বাদীর বক্তব্য অনুযায়ী, ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে ৫১ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। চুরির পর বিষয়টি টের পেয়ে থানায় অভিযোগ করা হয়।

এ বিষয়ে মামলার বাদী হিরামন হিরু বলেন, ‘সেদিন বাসায় কেউ না থাকায় চোরেরা সুযোগ নেয়। দীর্ঘদিনের জমানো স্বর্ণালংকার নিয়ে গেছে। আমরা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।’

ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ‘১৬ ডিসেম্বর সন্ধ্যায় উত্তরা পূর্ব থানাধীন আইচি ঘাট এলাকায় একটি তিনতলা বাড়ি থেকে ৫১ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক হিরামন হিরু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা গ্রহণের পর ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর