Logo

রাজধানী

ঢাকায় নাগরিকদের সতর্ক থাকতে বলেছে মা‌র্কিন দূতাবাস

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৮:০৩

ঢাকায় নাগরিকদের সতর্ক থাকতে বলেছে মা‌র্কিন দূতাবাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীতে ব্যাপক জনসমাগম ও যানজটের আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার এবং বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ওসমান হাদির জানাজাকে ঘিরে মানিক মিয়া এভিনিউসহ আশপাশের এলাকা এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ভারী যানজটের সম্ভাবনা রয়েছে।

আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা থাকে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই মার্কিন নাগরিকদের জনসমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলার পাশাপাশি চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মার্কিন দূতাবাস ওসমান হাদি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর