খালেদা জিয়ার জানাজা
মানিক মিয়া অ্যাভিনিউতে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭
নিহত ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র। ছবি: ডিএমপির সৌজন্যে
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মানিক মিয়া এভিনিউতে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে জানাজার সময় এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. নিরব হোসেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এক পর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে ধাক্কাধাকির সৃষ্টি হয়। ওই সময় মানিক মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম গণমাধ্যমে ওই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
আইএইচ/

