Logo

রাজধানী

কারওয়ান বাজারে ফের মোবাইল ব্যবসায়ীরা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৪:০১

কারওয়ান বাজারে ফের মোবাইল ব্যবসায়ীরা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে আবারও জড়ো হয়ে কর্মসূচি পালন করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং টিয়ার গ্যাস ছোড়ে। এতে ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

রোববার (৪ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিট থেকে থেমে থেমে এ সংঘর্ষ চলে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান।

এর আগে সকালে কারওয়ান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। পুলিশ লাঠিপেটা করে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জলকামান, রায়টকার ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

জানা গেছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রোববার পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেয় সংগঠনটি।


এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর