কুমড়ার পাতা ছাগলে খাওয়ায় ২ পক্ষের সংঘর্ষ, আহত ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৫, ২১:০৬
-681cc877a913b.jpg)
ঠাকুরগাঁওয়ে কুমড়ার পাতা ছাগললে খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আব্দুল মোতালেব (৪০) তার স্ত্রী ও ছেলে মো: নুর ইসলাম (২৪)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার (৬ মে) দুপুরে আউলিয়াপুর গ্রামের আব্দুল মোতালেবের একটি পোষা ছাগল তার ভাতিজা নাসিরুলের কুমড়া খেতে যায়। এতে করে নাসিরুল ও তার বাবা সফিউল্লাহ সাথে আব্দুল মোতালেবের বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আশরাফুল, পারভেজ ইসলাম আশিরুল ইসলাম ও আরিফুল ইসলাম ধারালো অস্ত্র নিয়ে আব্দুল মোতালেবের মাথায় জোরে আঘাত করে। এতে তার মাথায় ফেটে যায়। মোতালেবকে রক্ষা করতে তার স্ত্রী ও ছেলে নুর ইসলাম এগিয়ে গেলে তাদেরকেউ বেধড়ক পেটায় তারা। পরে এলাকাবাসী ভুক্তভোগী পরিবারটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মোতালেবকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেন। আর তার স্ত্রী-ছেলে জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার দুই দিন পেরিয়ে গেলে বৃহস্পতিবার (৮ মে) বিকেলে আব্দুল মোতালেবের ছেলে নুর ইসলাম বাড়িতে গেলে আবারও আশরাফুল গ্যাং তাকে আটক করে মারধর করে দেশীয় অস্ত্র দিয়ে পায়ে ছুরিঘাত করে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত আব্দুল মোতালেবের ভাজিতা হাসিবুল ইসলাম হাবিব জানান, সামান্য ঘটনাকে কেন্দ্র করে আশরাফুল গ্যাং মোতালেব ও নুর ইসলামের উপর অতর্কিতভাবে হামলা চালায়। তারা এখনো আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বেড়াচ্ছে। মোতালেবরা সহজ-সরল। আমরা এলাকাবাসী আশরাফুল গ্যাংয়ের কঠোর শাস্তি দাবি করছি।
তবে আশরাফুল, নাসিরুল ও পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, মোতালেবের সাথে আমাদের তেমন কিছুই হয়নি। পারিবারিকভাবে একটু কথাকাটা হয়েছে মাত্র। তারা নিজেরাই শরীরে আঘাত করে হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে ভুল্লী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, আব্দুল মোতালেবের ছাগল আশরাফুলদের কুমড়ার খেতে খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুরিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলেই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আবু সালেহ/বিএইচ