চরফ্যাসনে ৮ হাজার কৃষক পেলেন কৃষি প্রণোদনার সার ও বীজ

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৭:৫০
-68651cf6adff1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ভোলার চরফ্যাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার, বীজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।
২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ মৌসুমে এ কর্মসূচির আওতায় হাইব্রিড মরিচ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, আম, তাল, নারিকেল, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা দেওয়া হয়েছে।
বুধবার (২ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা সারমিন মিথি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, কৃষিবিদ আবু তাহের, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম ও উপসহকারী কৃষি কর্মকর্তারা।
কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার ২১টি ইউনিয়নের ৮ হাজার ৯০০ জন কৃষককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ‘এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে।’
এম ফাহিম/এআরএস