-68651da2de77a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ‘পৌরকর মেলা-২০২৫’-এর মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ওয়াসার বিল পরিশোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
নাসিক সূত্র জানায়, মেলার প্রথম ১৫ দিনে প্রায় ৩ হাজার করদাতা হোল্ডিং ট্যাক্স ও ওয়াসার বকেয়া পরিশোধ করেছেন। এ সময়ে মোট আদায় হয়েছে ১০ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকা, যা মোট বকেয়ার প্রায় এক পঞ্চমাংশ। বর্তমানে মোট বকেয়া প্রায় ৪০ কোটি টাকা রয়েছে।
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘নাগরিকদের ভালো সাড়া পেয়েছি। আশা করছি মেয়াদ বাড়ানোয় বাকি বকেয়াও ভালো পরিমাণে আদায় হবে।’
নারায়ণগঞ্জ, কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ—এই তিন অঞ্চলে আলাদাভাবে মেলা পরিচালিত হয়। সবচেয়ে বেশি আদায় হয়েছে সিদ্ধিরগঞ্জ অঞ্চলে—৪ কোটি ৭৩ লাখ টাকা।
নাসিকের রাজস্ব বিভাগ জানিয়েছে, নতুন হোল্ডিং রেজিস্ট্রেশন আবেদন জমাও বেড়েছে। রাজস্ব কর্মকর্তা বলেন, ‘প্রত্যাশার চেয়ে ভালো সাড়া পেয়েছি। এ ধারা অব্যাহত থাকলে ওয়ার্ডভিত্তিক ভ্রাম্যমাণ কর মেলার আয়োজন করা হতে পারে।’
সিটি করপোরেশনের নগর ভবনে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেয়াদ বৃদ্ধির ফলে মেলা চলবে ১৫ জুলাই পর্যন্ত।
উল্লেখ্য, ১৬ জুন মেলার উদ্বোধন করেন প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান।
এআরএস