লালমোহনে পরীক্ষাকেন্দ্রে অনধিকার প্রবেশ, অধ্যক্ষকে ৫ বছরের নিষেধাজ্ঞা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৭:৫৭
-68651ebfc633d.jpg)
ছবি : সংগৃহীত
ভোলার লালমোহনে নিয়ম লঙ্ঘন করে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় করিমগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিনকে পাঁচ বছরের জন্য সব ধরনের পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে আলিম পরীক্ষার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
পরীক্ষা কেন্দ্রের সচিব মাওলানা মো. মোশাররফ হোসাইন জানান, রুহুল আমিন কোনো দায়িত্বে না থেকেও তার প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর এডমিট কার্ড হারিয়ে যাওয়ায় পরীক্ষাকক্ষে প্রবেশ করেন। তাকে জানানোর আগেই তিনি সরাসরি পরীক্ষার্থীর কাছে যান।
ঘটনাটি কেন্দ্রে উপস্থিত ট্যাগ অফিসারের দৃষ্টিতে পড়লে তা লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। এরপর ইউএনও নির্দেশ দেন রুহুল আমিনকে পরবর্তী পাঁচ বছর সব ধরনের পাবলিক পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতি দিতে।
সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কেন্দ্র সচিব জানিয়েছেন।
এআরএস