Logo

সারাদেশ

সুনামগঞ্জে ফুটপাত দখলেই যানজট, ‘নিরব দর্শক’ ট্রাফিক পুলিশ

Icon

মো. আব্দুল হালিম, সুনামগঞ্জ

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:১০

সুনামগঞ্জে ফুটপাত দখলেই যানজট, ‘নিরব দর্শক’ ট্রাফিক পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জ শহরের ব্যস্ততম এলাকাগুলোর একটি আলফাত উদ্দিন স্কয়ার। যা স্থানীয়ভাবে ট্রাফিক পয়েন্ট নামে পরিচিত। প্রতিদিনই এখানে যানজটের দৃশ্য এখন ‘নিয়মিত দুর্ভোগ’। এর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ফুটপাত দখল এবং সড়কে অবৈধ পার্কিং।

ট্রাফিক পয়েন্ট থেকে মুক্তারপাড়া সড়ক পর্যন্ত ফুটপাতের বড় অংশই দখল করে রেখেছে অস্থায়ী দোকানদাররা। ফলে সড়ক সরু হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত ক্ষোভ প্রকাশ করছেন নাগরিকরা।

সম্প্রতি ফুটপাত দখল নিয়ে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটলে প্রশাসন সক্রিয় হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে দখলমুক্ত অভিযান চালিয়ে জেলা জজ ভবন থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত এলাকা আংশিকভাবে খালি করা হয়। তবে মুক্তারপাড়া সড়কে পুনরায় ফুটপাত দখল হয়ে গেছে।

মঙ্গলবার বিকেলে ৪ জন ট্রাফিক পুলিশের উপস্থিতিতে ফুটপাত দখল করে বসে অন্তত ২৫টি দোকান। স্থানীয়দের অভিযোগ, এসব দোকান থেকে প্রতিদিন ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। যদিও দোকানিরা তা অস্বীকার করেছেন।

ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তাও অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। ফুটপাতের এক চা বিক্রেতা বলেন, ‘ম্যাজিস্ট্রেট কয়দিন আইব? যাইবো না আমরা, যত পারে দৌড়াক।’

এ বিষয়ে ট্রাফিক পরিদর্শক মো. হানিফ মিয়া বলেন, ‘মানবিক দিক বিবেচনায় আমরা অনেক সময় ছাড় দিই। তবে এখন থেকে ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা হবে। কেউ ফুটপাত দখল করে বসতে পারবে না।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যানজট জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর