মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রির অভিযোগে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:২৩
-686524b896b22.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর বাজারে ‘জিসান কসমেটিকস’ নামে একটি দোকানে অভিযান চালিয়ে রঙ ফর্সাকারী নকল কসমেটিকস ও জুস জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে অভিযানে দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন, দীর্ঘদিন ধরে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে থাই ও কোরিয়ান নামধারী নকল প্রসাধনী বিক্রি হচ্ছিল।
দোকান থেকে নকল সিরাম, সানস্ক্রিন, নাইট ক্রিম, সুটিং জেল ও রঙ ফর্সাকারী জুস জব্দ করা হয়। কোনো বৈধ আমদানি কাগজপত্র সরবরাহ করতে পারেননি দোকান মালিক।
২০০৯ সালের ভোক্তা অধিকার আইন অনুযায়ী জরিমানা ও পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
এআরএস