Logo

সারাদেশ

গাজীপুরে সন্ত্রাসী হামলায় সমাজসেবক নিহত, লাশ নিয়ে সড়ক অবরোধ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৯:১১

গাজীপুরে সন্ত্রাসী হামলায় সমাজসেবক নিহত, লাশ নিয়ে সড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়কে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

স্থানীয় সমাজসেবক নাসির উদ্দিন পালোয়ান সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নগরের জরুন এলাকায় শত শত মানুষ সড়ক অবরোধ করেন।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, নাসির পালোয়ান স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়ন কাজের সঙ্গে সক্রিয় ছিলেন। গত ২৭ মে পূর্ববিরোধের জেরে ওয়াসিফ সালিম ও তার সহযোগীরা তার বাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্র, রড ও হকিস্টিক দিয়ে চালানো ওই হামলায় নাসির পালোয়ানসহ চারজন আহত হন।

চিকিৎসাধীন অবস্থায় থাকার প্রায় এক মাস পর বুধবার তিনি মারা যান। তার লাশ এলাকায় পৌঁছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শতাধিক মানুষ সড়কে নেমে আসেন এবং প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতের ছেলে শাহ আলম পালোয়ান ১৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কোনাবাড়ি থানায় মামলা করেছেন। এলাকাবাসী দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।

কাজী মো. আব্দুল মান্নান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর