Logo

সারাদেশ

কেএনএফ’র ঘাঁটিতে মিলল এসএমজি-রাইফেল-গোলাবারুদ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৯:৪২

কেএনএফ’র ঘাঁটিতে মিলল এসএমজি-রাইফেল-গোলাবারুদ

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ’র কমান্ডারসহ ২ সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়।

বুধবার (২ জুলাই) গভীর রাতে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পলি প্রাংসা এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

আইএসপিয়ার সূত্রে জানা যায়, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পলি প্রাংসার দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএফ’র সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে ওই এলাকায় অভিযানে যায় সেনাবাহিনীর একটি টহল দল। এসময় সেনাবাহিনীর উপস্থিতির টের পেয়ে কেএনএফ’র সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালালে আত্মরক্ষার্থে সেনাবাহিনীর সদস্যরাী পাল্টা-গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় কেএনএফ’র কমান্ডার মেজর পুটিংসহ ২ জন সদস্য। পরে ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো এলাকা জুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। 

এদিকে রুমা জোনের সেনা সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে বুধবার (২ ‍জুলাই) রাত হতে পরিচালিত অপারেশনে বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে কেএনএফ’র সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে কেএনএফ’র একজন মেজর পদবির কমান্ডার (মেজর পুটিং/মেজর ডলি)সহ ২ জন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি অত্যাধুনিক এসএমজি, ১টি চাইনিজ রাইফেল, ৩৬৪ রাউন্ড অ্যামুনিশন, ওয়াকি-টকি,মোবাইল, নগদ অর্থসহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত রাইফেলটি ব্যাংক ডাকাতির সময় পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়া অস্ত্রগুলোর একটি।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান বলেন, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএফ’র কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা। 

সোহেল কান্তি নাথ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর