সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনগণের পাশে থেকে দেশের মালিকানা প্রতিষ্ঠা করবে

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২১:১৭
-68669f2476e3c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলনের এক বছরেই আমরা দ্বিধাগ্রস্ত হলে যারা শহীদ হয়েছেন, তারা প্রশ্ন করবেন আমরা কেন শহীদ হয়েছি।
তিনি বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়েছে, তাহলে সেই জনতাকে কেন ভয় পায় সরকার? কেন নির্বাচন দেওয়ার ভয়? কেন নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করছে? দেশের মালিক জনগণ, তারা নির্ধারণ করবে কে রাষ্ট্র পরিচালনা করবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর উপলক্ষে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আন্দোলনকে বিতর্কিত করতে যারা চায়, তারা ফ্যাসিবাদের উসকানি দিচ্ছে এবং সেইদের সহযোগিতা করছে। গত ১৭ বছরে বিএনপির অনেক নেতা-কর্মী নিখোঁজ ও হত্যা হয়েছে। খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে। অনেক আলেম-উলামা নিহত হয়েছেন। এই আন্দোলনে ৫ শতাধিক ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতা-কর্মী শহীদ হয়েছেন।
ড্যাব টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিনের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।