Logo

সারাদেশ

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বাংলাদেশে ইউরোপের মতো পিআর পদ্ধতি প্রযোজ্য নয়

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২১:২৭

বাংলাদেশে ইউরোপের মতো পিআর পদ্ধতি প্রযোজ্য নয়

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশে ইউরোপের মতো পিআর পদ্ধতি প্রযোজ্য নয়। এতে বিভাজন সৃষ্টি হবে এবং ফ্যাসিস্টদের সুযোগ বাড়বে।

তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্টরা দেশের রাজনীতি ও প্রশাসনকে ধ্বংস করেছে, তাদের বিচার আগে হবে।

তিনি আরো বলেন, এখন সময় এসেছে একটি শক্তিশালী ঐক্য গড়ে দেশের পুনর্গঠন করা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবৈষম্য থাকলেও বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সরকারের কাছে আহ্বান জানান, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে।

চট্টগ্রামের প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠককে উল্লেখ করে এ্যানি বলেন, দেশ ও জাতির স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকারকে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেলাল হোসেন, প্রধান বক্তা মো. আনোয়ার হোসেন বাচ্চু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি।

মোস্তাফিজুর রহমান টিপু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর