লালমোহনে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:০৯

প্রতীকী ছবি
ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. বায়েজিদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের পূর্ব চরকচ্চপিয়া এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বায়েজিদ ওই বাড়ির খলিল মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের আগ মুহূর্তে বাড়ির উঠোনে খেলছিল ছোট্ট বায়েজিদ। কিছুক্ষণ পর তার মা মিনারা বেগম খেয়াল করেন, ছেলেকে কোথাও দেখা যাচ্ছে না। তখনই খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির পুকুরে গিয়ে দেখতে পান, পানির ওপরে বায়েজিদের জুতো ভাসছে। সঙ্গে সঙ্গে পানিতে নেমে ছেলেকে উদ্ধার করেন তিনি। পরে প্রতিবেশীরা বায়েজিদকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
- মেজবাহ উদ্দীন/এটিআর