Logo

সারাদেশ

নরসিংদীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:৩২

নরসিংদীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বহিষ্কৃত আব্দুল কাইয়ুম | ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বিএনপির কেন্দ্রীয় সহদফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নরসিংদী জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বহিষ্কারের কারণ সম্পর্কে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বহিষ্কৃত আব্দুল কাইয়ুম সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে চারটি হত্যা মামলায় আসামি, সাংবাদিককে হুমকি ও মারধর, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং চাঁদাবাজির অভিযোগ উল্লেখযোগ্য।

বিএনপির নেতাকর্মীদের মতে, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে বহিষ্কারের সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া হয়েছে। এতে দলের ভাবমূর্তি রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।

  • সুমন রায়/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর