বান্দরবানে গণঅভ্যুত্থনে নিহতদের স্মরণে বিএনপির মৌন মিছিল

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২০:৫৩

বান্দরবানে গণঅভ্যুত্থনে নিহতদের স্মরণে বিএনপির মৌন মিছিল। ছবি : বাংলাদেশের খবর
জুলাই গণঅভ্যুত্থনে নিহতদের স্মরণে তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বান্দরবানে মৌন মিছিল করেছে বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বান্দরবান জেলা বিএনপির আয়োজনে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরি ও সদস্যসচিব জাবেদ রেজা। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
পরে সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা মিলিতভাবে একটি যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছে। এ আত্মত্যাগ যেন বৃথা না যায়—সেজন্য সবাইকে সজাগ, সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো স্বৈরাচার কিংবা অপশক্তি যেন আর কখনও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন—তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আমরা তাদের আত্মত্যাগকে স্মরণে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি।
বক্তারা বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান এখন একটি সেনসিটিভ জোন। এটি অপ্রিয় হলেও সত্য। ভৌগলিক অবস্থানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে যেসব কার্যক্রম হচ্ছে, তার প্রভাব বান্দরবানের সীমান্তবর্তী এলাকায় পড়ছে।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বক্তারা বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এ অবস্থায় দলের প্রতিটি কর্মীকে সহনশীলতা ও ধৈর্যের সঙ্গে সতর্কভাবে সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে হবে।
সোহেল কান্তি নাথ/এমবি