Logo

সারাদেশ

বগুড়ার শেরপুরে মাছ ধরতে নেমে বৃদ্ধের মৃত্যু

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৩

বগুড়ার শেরপুরে মাছ ধরতে নেমে বৃদ্ধের মৃত্যু

বগুড়ার শেরপুরে পুকুরে মাছ ধরতে নেমে মো. আলমাস (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে মির্জাপুর ইউনিয়নের রাজার দিঘী আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. আলমাস ওই গ্রামের মৃত জালা শেখের ছেলে।

স্থানীয় আমিনুর, জসিম, মজিদ, হুমায়ূন ও নিহতের ভাতিজা মিলন বলেন, রাতে মাছ মরে পুকুরে ভেসে উঠে। সেই মাছ ধরে নিজের পুকুরে বিদেশি মাগুর মাছের খাবারের জন্য সংগ্রহ করতে রাজার দিঘী পুকুরে নামেন আলমাস। এরপর থেকে তার আর কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করে দীর্ঘ ৩ ঘণ্টা পর এলাকাবাসী আলমাসের ব্যাগসহ পানিতে ভেসে উঠতে দেখে মরদেহ উদ্ধার করে।

তারা আরও জানান, নিহত আলমাস মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পানিতে নামার পর রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনার শিকার হয়ে মারা যেতে পারেন।

মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন আলমাসের দাফন সম্পন্ন করেছে।

মো. আব্দুল ওয়াদুদ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর