মিঠাপুকুরে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা টুটুল গ্রেপ্তার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৮
-68c95804e2fbb.jpg)
রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও চেংমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম টুটুলকে (৪৭) গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
গ্রেপ্তার হওয়া রেজাউল করিম টুটুল উপজেলার জালাদীপুর (মধ্যপাড়া) গ্রামের আব্দুল ফাত্তাহর ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই রংপুর নগরীর মর্ডান মোড়ে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি তিনি। মামলার পর ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরীর আরকে রোডের জনতা ক্লিনিকের সামনে থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন টুটুল। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
সোমবার রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড় এলাকায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রংপুর জেলা শাখার সদস্য সচিব তানজিম আলম তাসিম ও মুখ্য সংগঠক মাহমুদুর রহমান লিওনের নেতৃত্বে জুলাই আন্দোলনের কর্মীরা তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রাখিবুল হাসান রাখিব/এআরএস