Logo

সারাদেশ

তিস্তার পানি কমায় স্বস্তিতে নদীপাড়ের মানুষ

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩২

তিস্তার পানি কমায় স্বস্তিতে নদীপাড়ের মানুষ

তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও বর্তমানে তা কমতে শুরু করেছে। ছবি : বাংলাদেশের খবর

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা ভারী বর্ষণে নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও বর্তমানে তা কমতে শুরু করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচে এবং সকাল ৯টায় ২৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হয়।

এর আগে সোমবার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। বন্যা নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ৪৪টি জলকপাট খোলা রাখা হয়।

পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম ও চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে গ্রামীণ সড়ক ও বসতবাড়ি আংশিকভাবে পানিতে তলিয়ে যায়।

তবে সোমবার রাত থেকে পানি কমতে শুরু করায় অনেক জায়গা থেকে পানি নেমে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে এসেছে।

তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুমের ইনচার্জ নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। পানির স্তর কমায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিন তিস্তার পানি পুনরায় বাড়তে পারে।

রাসেদ খান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নদী ভাঙন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর