ছবি : বাংলাদেশের খবর
ফেনী সরকারি কলেজের পুকুর পাড় থেকে সুজন নামে পৌরসভার এক ক্লিনারের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
শনিবার (২৫ অক্টোবর) ভোরে বন্ধু বাদশার সঙ্গে পুকুর পাড়ে গেলে এই ঘটনা ঘটে, পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। সুজন ফেনী পৌর এলাকার বিরিঞ্চি বড় বাড়ির আবুল কাশেমের ছেলে।
সুজনের পিতা লিটন জানিয়েছেন, তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। তিনি জানান, বিয়ের পর থেকে সুজন আলাদা সংসার করতেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. সামছুজ্জামান জানান, ‘নিহত সুজন ভোর রাতে বাসা থেকে বের হয়ে কাজে আসার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
এম. এমরান পাটোয়ারী /এআরএস


