হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে : খন্দকার নাসির
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ২২:০৯
ছবি : বাংলাদেশের খবর
শেখ হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ হাসিনা এই দেশের অর্থনীতি ব্যবস্থা ভেঙে দিয়েছেন। আমরা তিস্তার পানি পাইনি, দেশের শত শত কিলোমিটার মরুভূমি হয়ে গেছে। হাসিনা প্রতিবছর ভারতের সঙ্গে চুক্তি করতেন, ভারতের যা লাগতো তা দিয়ে দিতেন। কিন্তু আমাদেরগুলো পেন্ডিং রাখতেন। এভাবে তিনি আমাদের দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে।
নাসিরুল ইসলাম বলেন, হাসিনা ক্ষমতায় থাকতে প্রত্যেক বছর দেশে মন্দির-প্রতিমা ভাঙার খবর পাওয়া যেত। বর্তমানে দেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তবুও এ বছর দুর্গাপূজায় সারাদেশে কোনো মন্দির-প্রতিমা ভাঙচুর হয়নি।
তিনি আরও বলেন, আসলে শেখ হাসিনা নিজেই তার মুসলমান সমর্থকদের দিয়ে মন্দির-প্রতিমা ভেঙে ভারতসহ সারা বিশ্বকে বোঝাতেন-আওয়ামী লীগ সরকার থাকার পরেও মন্দির-প্রতিমা ভাঙচুর হয়। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে না, দেশে আর কোনো মন্দির ভাঙচুর হবে না। এটা তার একটা নাটক ছিল।
কৃষকদলের এ নেতা বলেন, আমি দল থেকে নির্বাচন করার নির্দেশপ্রাপ্ত হয়েছি। আমি দলের প্রার্থী হলেও নির্বাচিত হলে আমার কর্মকাণ্ডে কোনো দলীয় প্রভাব থাকবে না। আমি আপামর মানুষের হয়ে কাজ করতে চাই।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মইনুল হক কচি, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তারেকুজ্জামান টিটো ও পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, প্রমুখ।
মিয়া রাকিবুল/এমআই


