ফরিদপুর-১ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৮:২৯
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. ওয়ালিউর রহমান রাসেল।
শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী তিন উপজেলাজুড়ে এক মোটরসাইকেল শোভাযাত্রা করেন হাতপাখা প্রতীকের এ প্রার্থী।
আলফাডাঙ্গা উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে এটি মধুখালী উপজেলার কামারখালী এলাকায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় তিন উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। হাতে দলীয় প্রতীক হাতপাখা নিয়ে তারা স্লোগানে স্লোগানে পুরো যাত্রাপথ মুখর করে তোলেন। প্রচারণাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।
শোভাযাত্রার শুরুতে মো. ওয়ালিউর রহমান রাসেল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘পরিবর্তনের লক্ষ্যে আজকের এ শোভাযাত্রা। স্বাধীনতার পর শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতির নয়। জনগণ আর ফাঁকা বুলি নয়, বাস্তব পরিবর্তন চায়। আমরা বিশ্বাস করি, কল্যাণমুখী উন্নয়ন ও ইনসাফভিত্তিক সমাজ গড়াই হবে প্রকৃত পরিবর্তন।’
তিনি আরও বলেন, ‘এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে ফরিদপুর-১ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে। আমি যদি নির্বাচিত হই, তবে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে সর্বোচ্চ চেষ্টা করব।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহসভাপতি মিজানুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী খন্দকার ওয়াহিদুজ্জামান, আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হাদী জসিম, বোয়ালমারী উপজেলা সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমেদ প্রমুখ।
মিয়া রাকিবুল/এমবি

